ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা


আপডেট সময় : ২০২৫-০৩-২৮ ১৪:৩৩:১০
বুড়িচংয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা বুড়িচংয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা




মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন, উপজেলার সকল মুসলমান ধর্মাবলম্বীরা।

উপজেলার বিভিন্ন বাজারের মার্কেট, বিপণী বিতান ও ফুটপাত, শপিংমল গুলোতে আসন্ন ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মার্কেট ও বিপণীবিতান গুলোতে শিশু, কিশোর-কিশোরী সহ নারী-পুরুষ ক্রেতাদের আনাগোনা রয়েছে। তবে নারী ক্রেতাদের ভীড় বেশি দেখা যাচ্ছে। নানা পেশার লোকজন তাদের পরিবার-পরিজন নিয়ে মার্কেটগুলোতে ভীড় করছেন।

মিজানুর রহমান ট্রেইলার্স বলেন, রোজার কয়েকদিন আগে থেকেই গ্রাহকদের কাছ থেকে অর্ডার পাওয়া শুরু হয়। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশন ডিজাইনের পোশাক বানানোর কারণে ক্রেতারা এখানে আসেন এই ঈদে বাড়তি চাপ থাকে।  তবে মজুরী ডিজাইনের প্রকার ভেদে ৪৫০ থেকে ৬’শ নেয়া হচ্ছে। 

এদিকে দর্জির দোকানে আসা কয়েক জন অর্ডারী জানান, এবারও মজুরী বেড়েছে।

 সদর আনসার সাবেক কমান্ডার জয়দল হোসেন বলেন, এবার শিশুদের জামা-কাপড়, জুতা, বড়দের শাড়ি, শার্ট, পাঞ্জাবি, লুঙ্গি ও জুতাসহ সব ধরনের পোশাকের দাম একটু বেশি। পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি।

আতাউর রহমান বলেন, গতবার যে পাঞ্জাবি দুই হাজার টাকায় সেই ধরনের পাঞ্জাবি এবার তিন, চার হাজার টাকায় কিনতে হচ্ছে।

আরাম গার্মেন্টসের মালিক আরিফ বলেন, এবার ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় নেয়া হয়েছে। আশা করি আসন্ন পবিত্র ঈদুল ফিতরের বেচাকেনা ভালো হবে। এবছর সকল ধরনের কাপড় তুলা হয়েছে, বেচাকেনা অনেক ভালো হচ্ছে।

অনেক বিক্রেতা বলেন, সকাল থেকেই কেনাকাটার জন্য ভীড় করেছেন লোকজন। এবার রোজার শুরুতেই মার্কেট ও ফ্যাশন হাউস গুলোতে ক্রেতাদের ভীড় বাড়ছে। পোশাকের পাশাপাশি ভীড় জমেছে জুতা এবং প্রসাধনীর দোকানেও। এসব দোকানে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।

জুতার বিভিন্ন শো-রুমে গিয়ে দেখা যায়, নতুন জুতা দেখছেন সব বয়সী ক্রেতারা।

উঠতি বয়সের মেয়েরা মেচিং করে ক্রয় করছেন জামা, জুতা ও জুয়েলারি কস্মেটিক্সও। সাথে পাল্লা দিয়ে পিছিয়ে নেই পুরুষরাও। দেশী বিদেশী পোশাক ক্রয় করতে ব্যস্ত এখন কমবেশি সবাই। 

এসব দোকানগুলোতে শাড়িসহ রেডিমেট পোশাক কেনার জন্য ছোট বড় সব মার্কেটেই ভির জমাচ্ছেন অনেকেই। শিশু ও নারীদের পাশাপাশি ছেলেরাও ঈদের নতুন পোশাক ক্রয় করতে ভিড় করতে লক্ষ করা গেছে চোখে পড়ার মতো।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ