ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দারুল ক্বিরাত নন্দির গাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২৮ ০০:২৯:০০
দারুল ক্বিরাত নন্দির গাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন দারুল ক্বিরাত নন্দির গাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক​

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখা, গোয়াইনঘাট, সিলেটের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, ২৬ রামাদ্বান ১৪৪৬ হিজরী ২৭ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়। 
 
শাখার নাজিম মাওঃ আইনুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ক্বারী শাহিন আহমদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, খামিছ জামাতের ছাত্রী শাহিদা বেগম, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন রাবে জামাতের ছাত্র আতিকুর রহমান, শানে ফুলতলী(রঃ) পরিবেশন করেন ছালিছ জামাতের ছাত্রী রোমানা আক্তার প্রমি। 
 
ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, ছাত্র নাজিম মাহাদী আলম নয়ন,সকল শিক্ষকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওঃ ক্বারী আমির উদ্দিন। জামাতে সুরা থেকে খামিছ ও মহিলা ছাদিছ জামাতের শিক্ষার্থীদের প্রতিযোগীদের ফলাফল ও ক্লাশভিত্তিক ফলাফল ঘোষণা করেন প্রধানক্বারী মাওঃমুজিবুর রহমান সাহেব। সভাপতির সমাপনী বক্তব্য ও প্রধানকারীর মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে শিরনী বিতরনের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিদায়ী অনুষ্ঠানে এক হৃদয় বিদারক দৃশ্য পরিলক্ষিত হয়।এযেন পরমাত্বার আত্মীয় স্বজনের বিদায়।সকল শিক্ষার্থীদের অশ্রুসিক্ত নয়ন।
 
এদিকে শাখার নাজিম ও প্রধান ক্বারী সার্বিক সহযোগিতা জন্য এলাকাবাসী,ডুনার, প্রবাসী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে এই শাখা কুরআনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে।এ পর্যন্ত বহু সংখ্যক ক্বারী সনদ লাভ করেছেন এবং অগণিত মানুষ বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিখেছেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ