ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১৭ বছর বাপ-বেটির গল্প শুনিয়েও ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট হাসিনা- ড. আতিক মুজাহিদ


আপডেট সময় : ২০২৫-০৩-২৮ ০০:১৩:২৬
১৭ বছর বাপ-বেটির গল্প শুনিয়েও ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট হাসিনা- ড. আতিক মুজাহিদ ১৭ বছর বাপ-বেটির গল্প শুনিয়েও ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট হাসিনা- ড. আতিক মুজাহিদ
 
 
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, দেশে ১৭ বছর বাপ-বেটির গল্প শুনিয়েও ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। ছাত্র-জনতাই তার পতন ঘটিয়েছে। আমরা সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। পুরোনো সিস্টেমকে যদি আমরা না ভাঙতে পারি তাহলে দেশে আবার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হবে।
 
বৃহস্পতিবার (২৭মার্চ) বিকালে উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
 
ড. আতিক মুজাহিদ বলেন, দেশে লুটপাট ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো ফ্যাসিস্ট হাসিনা ও তা দোসররা। বিদেশে পালিয়ে গিয়েও দেশবিরোধী চক্রান্ত করছে হাসিনা। দলমত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে। জনগণের সেবক হতে হবে। আর সেই লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। 
 
তিনি আরো বলেন, কুড়িগ্রাম জেলাকে মডেল কুড়িগ্রাম বানাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কুড়িগ্রাম হবে দেশের এক নম্বর জেলা। কুড়িগ্রাম জেলায় কর্মসংস্থানের জন্য যা যা করা দরকার তাই করা হবে। 
 
অনুষ্ঠানে উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য এম শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় নাগরিক কমিটি কুড়িগ্রামের সংগঠক মুকুল মিয়া প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ