ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মূহর্তে রায়গঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা


আপডেট সময় : ২০২৫-০৩-২৭ ২২:২১:৪৮
শেষ মূহর্তে রায়গঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা শেষ মূহর্তে রায়গঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকার ছোট বড় দোকান গুলোতে অবশেষে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদকে সামনে রেখে উপজেলার নিমগাছি, চান্দাইকোনা, ধানগড়া ও হাটপাঙ্গাসীসহ বিভিন্ন হাট-বাজারে অবস্থিত ছোট বড় দোকানগুলোতে রোজার প্রথম দিকে তেমন ভিড় দেখা না গেলেও অবশেষে দোকানগুলোতে দেখা যাচ্ছে উপচেপড়া ভিড়। সব বয়সের নারী-পুরুষকে ভিড় করতে দেখা গেছে। ধণি-গরীব সবাই এখন ঈদ মুখী।


উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উঠতি বয়সের মেয়েরা মেচিং করে ক্রয় করছেন জামা, জুতা ও জুয়েলারি কস্মেটিক্সও। সাথে পাল্লা দিয়ে পিছিয়ে নেই পুরুষরাও। দেশী বিদেশী পোশাক ক্রয় করতে ব্যস্ত এখন কমবেশি সবাই। প্রতিদিন ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটসহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে দেখা যাচ্ছে কমবেশী বেচাকেনা। এসব দোকানগুলোতে শাড়িসহ রেডিমেট পোশাক কেনার জন্য ছোট বড় সব মার্কেটেই ভির জমাচ্ছেন অনেকেই। শিশু ও নারীদের পাশাপাশি ছেলেরাও ঈদের নতুন পোশাক ক্রয় করতে ভিড় করতে লক্ষ করা গেছে চোখে পড়ার মতো। উপজেলা সদর মার্কেটগুলো ছাড়াও গ্রামগঞ্জের মার্কেট ও ছোট বড় দোকানগুলোতে ভিড় লক্ষ করা গেছে।

উপজেলার বেশ কয়েকজন দোকান মালিকের সাথে কথা হলে তারা জানান, গত বছরের চেয়ে এবার প্রথম থেকে বেচাকেনা খুব একটা ভালো না হলেও শেষ মূহর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা।

এদিকে গত বছরের চেয়ে এবার ঈদের কেনাকাটা অনেক ভালো হবে বলে মনে করেন, উপজেলার অধিকাংশ ব্যবসায়ীরা।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ