কাজির হাট আন্দারমানি ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
আপডেট সময় :
২০২৫-০৩-২৭ ২১:৫৯:৩১
কাজির হাট আন্দারমানি ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
হিজলা /কাজিরহাট প্রতিনিধিঃ
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
উক্ত দোয়া মাহফিলে অনুষ্ঠানে জাতীয়তাবাদী জাসাস এর বরিশাল উত্তর জেলা সহ-সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সৌদি আরব পশ্চিম অঞ্চলের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা - মেহেন্দিগঞ্জের সাবেক সংসদ সদস্য বরিশাল-৪ কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তিনি রমজান মাসকে সামনে রেখে বলেন রমজানের পবিত্রতা রক্ষা করে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন, কোন প্রকার দলের ভিতরে চাঁদাবাজি চলবে না টেন্ডার বাজি চলবে না, তারেক রহমানের নির্দেশ দলের ভিতরে যদি কেউ কখনো কোন অন্যায় অবিচার করেন তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য গোলাম ওহে হারুন, জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল উত্তর জেলা আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, জাতীয়তাবাদী তাঁতি দলের বরিশাল উত্তর জেলা আহ্বায়ক মোহাম্মদ ইউনুসুর রহমান জুবায়ের, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স