ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক


আপডেট সময় : ২০২৫-০৩-২৭ ২০:৪৮:৩৭
​ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক ​ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক



আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি 

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ারসহ আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান পরিচালনা করে সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্যকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন- মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। আটক ডাকাতরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছিলো বলে জানায় কোস্টগার্ড। আটককৃতরা সকলেই চর মোজাম্মেল এলাকার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ