ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২৭ ১৭:১৬:৫৭
১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-


নিজস্ব প্রতিবেদক​,

লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন এলাকা হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।


'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৬/০৩/২০২৫ তারিখ আনুমানিক ১৫.১০ ঘটিকার সময় র‌্যাব- সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ৪নং ওয়ার্ডের ভেলাগুড়ি এলাকার জনৈক মোঃ আকিবুল ইসলাম (২৮), পিতা-মৃত আফজাল হোসেন এর বসতবাড়ীর পিছনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর হাতে থাকা প্লাস্টিকের বস্তা হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত হযরত আলী, সাং-উত্তর জাওরানী, ৭নং ওয়ার্ড, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ