ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবির চাল জব্দ করা হয়


আপডেট সময় : ২০২৫-০৩-২৭ ১৪:৫৩:২০
টিসিবির চাল জব্দ করা হয় টিসিবির চাল জব্দ করা হয়




মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 

মানিকগঞ্জের সাটুরিয়ায় কালোবাজারে বিক্রির সন্দেহে ৯০ বস্তা টিসিবির চাল জব্দ করেছে স্থানীয় জনগণ। 

সাটুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া পাড়া থেকে চালসহ একটি ট্রাক আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।


স্থানীয় বাসিন্দা মো. শাহীন জানান, “সকালে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় টিসিবির গোডাউনের সামনে চাল অন্য বস্তায় স্থানান্তর করে গাড়িতে লোড করা হচ্ছিল।

 বিষয়টি সন্দেহজনক মনে হলে ৯০ বস্তা চালসহ গাড়িটি আটক করে উপজেলা প্রশাসনের কাছে জমা দিই।”

এ বিষয়ে টিসিবির ডিলার দীপক সাহা বলেন,
“টিসিবির বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় সেগুলো পরিবর্তন করে অন্য বস্তায় রাখা হয়েছে। 
এই চাল কালোবাজারে বিক্রির জন্য নয়, বরং বালিয়াটি, দিঘলিয়া ও তিল্লি ইউনিয়নের জন্য বিতরণের উদ্দেশ্যে লোড করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা ভুল বুঝে গাড়ি আটক করেছেন।”

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, “স্থানীয় বাসিন্দারা চালসহ গাড়ি আটক করে আমার কাছে নিয়ে এসেছেন। টিসিবির ডিলারকে প্রয়োজনীয় নথিপত্র আনতে বলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ