ঢাকা , রবিবার, ৩০ মার্চ ২০২৫ , ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২৭ ১৪:১৮:২৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের দোয়া ও ইফতার মাহফিল




নিজস্ব প্রতিবেদক,

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল।

বুধবার নগরীর উপশহর এলাকায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলটি সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে সঞ্চালনা করেন, সিলেট জেলা বিএনপির সহ সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।

দোয়া ও ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহন করেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলী, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ, জান্নাত জমা চৌধুরী, বিলকিস আক্তার, মুসলিমা বেগম তান্নি, রোকেয়া বেগম, চাঁদনী বেগম, রুশনা বেগম, হালিমা বেগম, সোমা বেগম, হওয়া বেগম, রেবা বেগম, ইরিন আক্তার, জেবি বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তিনি শুধু ঘোষনা দিয়েই কাজ শেষ করেননি। সম্মূখ সমরে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিলেন। তাই শহীদ জিয়া ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। শত প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ফ্যাসিবাদের সাথে আপোষ করেন নি।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ এর জুলই বিপ্লব সকল গণতান্ত্রিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়া পরিবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষ দীর্ঘ থেকে ভোটাধিকার বঞ্চিত। তাই দেশের সর্বস্থরের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়, ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।

ইফতারপূর্ব মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ, বিগত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদ, জুলাই-আগষ্ট বিপ্লবে আত্মত্যাগকারী সকল শহীদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফার রহমান কোকো আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে সকল আহত যুদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ