রাজস্থলী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাঈমুল ইসলাম রনি কোরানের হাফেজ দের সম্মানে ইফতার ও দোয়া মাহাফিল
আপডেট সময় :
২০২৫-০৩-২৭ ০২:০৮:৪৯
রাজস্থলী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাঈমুল ইসলাম রনি কোরানের হাফেজ দের সম্মানে ইফতার ও দোয়া মাহাফিল
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাঈমুল ইসলাম রনির পক্ষ থেকে উক্ত দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ বুধবার বিকালে কোরআনের হাফেজের সম্মানে দোয়া ও ইফতার মাহাফিলে প্রায় ৬০/৭০ জন মাদ্রাসার ও হাফেজের অংশগ্রহনে রাজস্থলী সদর জামে মসজিদে আয়োজন করেছেন উপজেলা ছাত্র দল।
এতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাশেম মেম্বার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম কোকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো আজিজুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল,গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের সভাপতি মো আলমগীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুজন, ছাত্রনেতা আলামিন, কলেজ ছাত্রদলের নেতা বাবুন সহ দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, এবং ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও করার আশা করছি ইনশাআল্লাহ। এবং ছাত্রদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন রনির আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করেন, এবং মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে পিতা-মাতার চাওয়া পূরণ সহ আল্লাহর সন্তুষ্টি অর্জনে কামিয়াবি হও।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স