কুমিল্লায় এবি পার্টির স্বাধীনতা দিবস পালন
আপডেট সময় :
২০২৫-০৩-২৭ ০২:০৪:০০
কুমিল্লায় এবি পার্টির স্বাধীনতা দিবস পালন
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ শে মার্চ বুধবার নগরীর ইয়াম্মী রেস্টুরেন্ট পার্টি সেন্টারে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানীর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব, কুমিল্লা ৫ সংসদীয় আসনের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলা আহবায়ক, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা জেলার উপদেষ্টা কর আইনজীবী এড. মো. আশরাফ উদ্দিন।
আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, সেইভ দ্যা হিউম্যান সোসাইটির চেয়ারম্যান নুসরাত শারমিন নীলা, মীর মারুফ তাহাসিন, আবু জাফর খান, ফারহান, এবি পার্টি কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, মহানগর সেক্রেটারি ভারপ্রাপ্ত আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল, যুগ্ন আহ্বায়ক আব্বাস উদ্দিন, গিয়াস উদ্দিন, ব্যবসায়ি সানা উল্লাহ, আব্দুস সালাম, ওমর কাইয়ুম পলাশ প্রমুখ।
আলোচনা শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম হাসান ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স