মুলাদীর মীরগঞ্জে পৌর যুবদল সদস্য সচিব শাওন এর উপর হামলার ঘটনায় থানায় মামলা
মুলাদীর মীরগঞ্জে পৌর যুবদল সদস্য সচিব শাওন এর উপর হামলার ঘটনায় থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক ঃ মুলাদীর মীরগঞ্জে পেীরসভা যুবদলের সদস্য সচিব শাওন হাওলাদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়ের।
থানায় মামলা সুত্রে জানাগেছে, মুলাদী পৌরসভা যুবদলের সদস্য সচিব শাওন হাওলাদার গত ২৫ মার্চ মঙ্গলবার বেলা ১১টার সময় ইতালি থেকে আসা মা এবং স্ত্রী-সন্তান নিয়ে মাইক্রো বাচে করে বাড়ী ফেরার পথে মীরগঞ্জ ফেরিঘাটের পূর্বপারে এসে পৌছলে পুর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়ী পথরোধ করে শাওন হাওলাদােরকে গাড়ী থেকে নামতে বললে তিনি না নামায় তাকে জোর পূর্বক টেনে হিছরে নামিয়ে তার উপর এলোপাথারী হামলা চালায় মীরগঞ্জ খেয়াঘাটের ইজারাদার কাজির ইউনিয়নের মৃত আঃ রব হাওলাদারের পুত্র আব্বাস ও তার অনুসারিরা। এসময় আব্বাস ও তার লোকজন শাওন হাওলাদারের ইতালি প্রবাসী মাতার ব্যাগে থাকা নগদ ২০০০ দুই হাজার ইউরো, গলায় থাকা স্বর্নের চেইন, হাতের রুলি, শাওন হাওলাদারের পকেটে থাকা নগদ ৫লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
এঘটনায় যুবদল নেতা শাওন হাওলাদার বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নং ০৫ তারিখ ২৫/০৩/২০২৫ইং।
হামলায় আহত শাওন হাওলাদার জানান, আব্বাস বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহর অনুসারী, তিনি বিগত ১৭ বছর আওয়ামীলীগের ক্ষমতা বলে মীরগঞ্জ ফেরীঘাটে শত শত মানুষকে লাঞ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স