ফেনী শহর প্রতিনিধি
আজ 26 মার্চ (বুধবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান চৌধুরী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মাদ আতাউল্লাহ কবীর ভুঁইয়ার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় উপকমিটির অন্যতম সদস্য মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই আমরা জীবনবাজি রেখে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সিংহবাগ মানুষের বোধ-বিশ্বাসের আলোকে শাসনকাজে ইসলামী আদর্শ অনুসৃত না হওয়ায় আমাদের স্বাধীনতা স্বাধীন হয়ে ওঠেনি।
তিনি আরও বলেন, গত জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের চেপে বসা ফ্যাসিবাদ সরকারের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে। এমনই একটি সময় আজ স্বাধীনতা দিবস পালন হচ্ছে। এই দিবসে তিনি শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী জিয়াউর রহমান ফারুকী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী আবদুল মালেক মাহমুদী, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা আবদুল হালিম, আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মঞ্জুর আলম, শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এম এ দাউদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ক্বারি মুহাম্মদ আবদুল্লাহ, উপসম্পাদক মুফতী রহমতুল্লাহ আশরাফী প্রমুখ।