ঢাকা , রবিবার, ৩০ মার্চ ২০২৫ , ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​চট্টগ্রামে পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় ২জন আটক


আপডেট সময় : ২০২৫-০৩-২৬ ২৩:৪৪:৩৮
​চট্টগ্রামে পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় ২জন আটক ​চট্টগ্রামে পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় ২জন আটক



এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় দু’জনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৫মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন  চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।

পুলিশ জানিয়েছে, সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখেছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ