নিজস্ব প্রতিবেদক,
ঠাকুরগাঁও পীরগঞ্জে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি বিশাল চালান সহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দিনাজপুর র্যাব-১৩
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব- ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মার্চ ২০২৫ তারিখ সময় রাত্রী ০০.৫৫ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন দস্তমপুর গ্রামস্থ জনৈক বগদুর চৌধুরীর ধান খেতের পার্শ্বে চৌরঙ্গী বাজার টু ফকিরগঞ্জ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীদের নিজ নিজ হেফাজত এবং মোটর সাইকেলে রক্ষিত তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে হতে মোট ৪৯৭ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি বড় চালান উদ্ধার করে। ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ হাসিনুর রহমান (২৪) পিতা- মোঃ হাসমত আলী সাং- দানাজপুর, ২। মোঃ মারতুল (৪৭) পিতা- মোঃ সুরুজ আলী, ৩। রতন শর্মা (৩৪), পিতা- হিরালাল শর্মা, উভয় সাং- দস্তমপুর মধ্যপাড়া, সর্ব থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওদেরকে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়। মাদক বহনকৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।