ঢাকা , শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২৬ ২১:৪৩:৪৩
চাঁদা না পেয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদা না পেয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ




নিজস্ব প্রতিবেদক-
চাঁদা দাবি করে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে মামলা দিয়ে হয়রানি তাতেও ক্ষান্ত না হয়ে বাড়ি ঘরে হামলার এমনই ঘটনা ঘটেছে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়া গ্রামে।


ঘটনা সূত্রে জানা যায়, সন্তোষ পাড়া গ্রামের দেলোয়ার হোসেন ঢালী নতুন বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে এজন্যই তার কাছে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছে এলাকার কিছু দুষ্কৃতকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা তারা দেলোয়ার হোসেনকে বিভিন্নভাবে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেলোয়ার হোসেন ঢালির বাড়িতে রাতের আঁধারে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে এবং দেলোয়ার হোসেনের বসতভিটা ভাঙ্গচুর করে ও  কবুতর মুরগি চুরি করে নিয়ে যায়।  দেলোয়ার হোসেন একদিন হাতে নাতে ওই সকল কিশোর গ্যাঙ্গ বা ছিচকে চোরদের ২১ মার্চ রাত আনুমানিক ৯ টার দিকে হাতেনাতে ধরে ফেলে এবং তাদের শাসিয়ে বলে আপনারা কেন আমাকে এইরকম যন্ত্রণা দিচ্ছেন আমি তো আপনাদের কোন ক্ষতি করি নাই। আর এতেই ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে পাখি আক্তার নামে এক দুষ্কৃতিকারীর মা, যাকে দেলোয়ার হোসেন হাতেনাতে কবুতর চুরি ও ঢিল নিক্ষেপের সময় ধরে ফেলে।

শুধু মামলা দিয়েই নয় দুষ্কৃতিকারীরা দেলোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি সহ বাড়িঘর ভাঙচুর করে দেলোয়ার হোসেন তাদের ভয়ে এখন বাড়ি ছাড়া অবস্থায় রয়েছে।

এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরেই এলাকার কিছু বখাটে ও কিশোর গ্যাং এর সদস্যরা আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি  জানালে তারা আমার বাড়ি ঘরে রাতের আঁধারে ঢিল ছুড়তে থাকে এবং আমার পালিত মুরগী ও কবুতর  চুরি করে নিয়ে যায়। আমি তাদের হাতেনাতে ধরলে তাতে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে শুধু তাই নয় এখন আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আর এই অন্যায়ের বিরুদ্ধে আমার আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব বা কোন শুভাকাঙ্ক্ষী এর প্রতিবাদ করতে আসলে বা পাশে আসলে তাদেরেকেও ভয় ভীতি ও প্রাননাশের হুমকি দিচ্ছে। আমি তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি আমি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে সিরাজদিখান থানায় যোগাযোগ করলে মামলার সত্যতা নিশ্চিত করে এস আই  সাইউল ইসলাম বলেন, ২২ মার্চ ২০২৫ তারিখে ১২:৩০ ঘটিকার সময় একটি মামলা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ