ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৩-২৬ ০৩:০১:৩৮
​গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন



কে এম শোয়েব জুয়েল, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.আবু আবদুল্লাহ খানের বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে, উপজেলা সর্বস্তরের জনগনের ব্যানারে কয়েক হাজার নারী পুরুষ মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বিক্ষোভ শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ, বড় কসবা আবাসন প্রকল্পের সভাপতি আবুল কাশেম সরদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বক্তারা অনতিবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় তারা কঠিন আন্দোলন কর্মসুচি নেয়ার হুমকি দেয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ