ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২৫ ২২:৫০:৩৬
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু


 
নিজস্ব প্রতিবেদক,
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট বিভাগের ৩০ শহীদ বীরদের পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হবে। 
 
মঙ্গলবার (২৫মার্চ) থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমে সিলেট নগরীর গৌরিপুরে শহীদ মোঃ মুস্তাক আহমেদ ও এনাতাবাদে শহীদ ওয়াসিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
 
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 
ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডাঃ মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন, সদস্য-সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলাম, কমিটির সদস্যবৃন্দের মধ্যে প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কৃষিবিদ অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ এবং কৃষিবিদ অধ্যাপক ড. মোঃ সামিউল আহসান তালুকদার তুষার।

আরো উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি প্রমুখ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ