ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ


আপডেট সময় : ২০২৫-০৩-২৫ ২২:৪৩:২৩
নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ
 


হেলাল উদ্দীন (মিঞাজ) নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) সংবাদদাতাঃ পার্বত‍্য, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম  সীমান্ত এলাকা থেকে ১০হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি।মঙ্গলবার(২৫ মার্চ) বিকাল ৩টার দিকে ৩৪ বিজিবি'র  অধিনস্থ ঘুমধুম  বিওপির বিশেষ টহল দল আমবাগান বিএসপি নামক এলাকা থেকে এ সব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
 
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে:  কর্ণেল মো: ফারুক হোসেন খান বলেন, মিয়ানমার থেকে এ সব ইয়াবা বাংলাদেশ সীমানা পার হওয়ার প্রাক্কালে জব্দ করা হয়। বর্তমানে ঘুসধুমসহ সীমান্তের সবটুকু এলাকা কঠোর নজরদারীতে রয়েছে। সীমান্ত চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জোয়ানরা সতর্ক পাহারায় রয়েছে। ৩৪ বিজিবি'র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চেরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ