ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আম্বরশাহ শাহী জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা নিরব সভাপতি, আতাউর সিনিয়র সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২৫ ২২:২১:৫৬
আম্বরশাহ শাহী জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা নিরব সভাপতি, আতাউর সিনিয়র সহ-সভাপতি আম্বরশাহ শাহী জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা নিরব সভাপতি, আতাউর সিনিয়র সহ-সভাপতি




নিজস্ব প্রতিবেদক, 

কারওয়ানবাজার আম্বরশাহ শাহী মসজিদ ও মাদ্রাসা ওয়ার্কফ এস্টেট পরিচালনার জন্য ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়ার্কফ প্রশাসকের কার্যালয় ১৮ মার্চ উক্ত কমিটি অনুমোদন করেন।

বিএনপির ঢাকা মহানগরী উত্তরের সাবেক আহবায়ক সাইফুল আলম নিরবকে সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু: আতাউর রহমান সরকারকে সিনিয়র সহ-সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ বেলায়েত হোসাইনকে সাধারণ সম্পাদক, জামায়াত নেতা আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তারকে কোষাধ্যক্ষ, জাতীয় নাগরিক পার্টির মহানগরীর নেতা মুনতাসীর মাহমুদকে সহ সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরিচালনা পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল আজ বিকাল ৫টায় মসজিদের ৩য় তালায় কমিটির সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে আলোচনা রাখেন, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সরকার, মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আ.রহিম মাদানি। এতে কারওয়ান বাজারের সহস্রাধিক ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ