ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ঈদুল ফিতরের ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৩-২৫ ২০:৪৩:৫৮
ঝালকাঠিতে ঈদুল ফিতরের ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে ঈদুল ফিতরের ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ


 
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪মার্চ) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে  এলাকাবাসী। 
 
অভিযোগকারীদের দাবি, ইদুল ফিতরের ভিজিএফ কার্ডের চাল প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে বরাদ্দ থাকলেও কেউ কেউ ৮, ৯ কেজি করে চাল পেয়েছেন। তাছাড়া বিতরণের ক্ষেত্রেও স্বজনপ্রীতি দেখানো হয়েছে। 
 
পরিষদে চাল নিতে আসা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালউদ্দিন বলেন, আমি রোজায় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে চাল নেই। পরে বাড়িতে গিয়ে সন্দেহ হলে স্থানীয় একটি দোকানে গিয়ে মেপে দেখি মাত্র ৮ কেজি ৬২৪ গ্রাম। অথচ ১০ কেজি চাল পাওয়ার কথা ছিল।
 
তবে ইউপি সচিব হেমায়েত উদ্দিন হিমু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এবছর ইউনিয়নে মোট ৬৭৬ টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি এবং প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ চাল পেয়েছেন। স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনেই চাল বিতরণ করা হয়েছে। এখানে কোন ধরনের অনিয়ম হয়নি।
 
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি দসর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, কেওরা ইউনিয়নের ভিজিএফ কার্ডের চাল বিতরণের অনিয়মের কথা আমি মৌখিক ভাবে শুনেছি। তবে এটা হওয়ার কথা না। ভিজিএফ কার্ডের সদরের প্রতিটি ইউনিয়নে একইভাবে ১০ কেজি হারে চাল দেয়া হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ