কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা হত্যায় ২৯ জনের নামে মামলা,
আপডেট সময় :
২০২৫-০৩-২৫ ২০:২৫:৩৭
কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা হত্যায় ২৯ জনের নামে মামলা,
নিজস্ব প্রতিবেদক: অভিযুক্ত বিএনপির ২ নেতা বহিষ্কার: কিশোরগঞ্জের কটিয়াদীর চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আশিক খাঁ (২২) নামে এক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় গত রোববার নিহতের মা রিতা আক্তার বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উপজেলা বিএনপি সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলসহ ২৯ জনকে আসামি করা হয়েছে, এই সংঘর্ষের ঘটনায় ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও ওই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১০ জন আহত হন। মামলার আসামিরা হচ্ছেন-কটিয়াদী উপজেলা বিএনপির সহ- সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজকোর্টের এপিপি রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলীসহ ২৯ জন। এর মধ্যে শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় আশিকুজ্জামান নজরুল ও রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে বহিষ্কার এবং তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নিহত আশিকের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজন ও ছাত্রদলের সমর্থকরা।
এ ঘটনায় সংঘাত সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা হত্যাকারী দুই নেতাকে বহিষ্কার করেছে, কিশোরগঞ্জ জেলা বিএনপি। অভিযুক্ত দুই নেতা হলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক, সোমবার (২৪মার্চ) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের অনুমতিক্রমে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি বার্তা পাঠান।
উল্লেখ্য যে, গত শনিবার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্ব›েদ্বর অভিযোগের তদন্তের সময় অতর্কিত হামলার ঘটনায় চাতল গ্রামের আরব আলী খা্#ঁ৩৯, র ছেলে মালদ্বীপ প্রবাসী আশিক খাঁ (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হন এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেনসহ ১০ জন আহত হন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স