নিজস্ব প্রতিবেদক,
র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-১২, সিপিএসসি বগুড়া কর্তৃক যৌথ অভিযানে বগুড়ার ধুনট থানাধীন এলাকা হতে মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর মোকতারুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী গত ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত্রী অনুমান ১০:৪০ ঘটিকায় আসামী মোঃ খোরশেদ আলম (৩৬) টাকা পয়সা লেনদেনের জামেলার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মোকতারুল ইসলাম’ কে ধারালো অস্ত্র দ্বারা গলায়, ঘারে, মাথায়, পিঠে, বুকে, নাভির ডান পাশে এবং কপালেসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম করে হত্যা করে। যার প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সময় ০০.১০ ঘটিকায় ভিকটিমের মাতা মোছাঃ কল্পনা বেগম বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে প্রিন্ট, সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে র্যাব- রংপুর, সিপিএসসি এবং র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের নজরে আসে । আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান বগুড়া জেলার ধুনট থানা এলাকায় নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ ২০২৫ খ্রিঃ আনুমানিক রাত্রী ০০১০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর আভিযানিক যৌথদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ খোরশেদ আলম (৩৬), পিতা-মৃত ওসমান গণি, সাং-অভিরাম নুরপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’কে বগুড়া জেলার ধুনট থানাধীন চৌকিবাড়ি ইউনিয়ন পেঁচিবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।