নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার অনুযায়ী আসামী জয় চন্দ্র বর্মন (২৬) বিবাহের প্রলোভন দেখিয়ে নাবালিকা ভিকটিমকের সহিত প্রেম-ভালোবাসার সম্পূর্ক স্থাপন করে। এভাবে অনেকদিন যাবৎ ভিকটিমের পরিবারের অগোচরে আসামী তার সহিত শারীরিক মেলামেশাসহ অবৈধ কাজে লিপ্ত থাকে, পরবর্তীতে ০৬ নভেম্বর ২০২৪ তারিখ রাত অনুমান ১১০০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন চিথলী মধ্যপাড়া নামক স্থানে ভিকটিমকে আসার কথা বলে এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করে।
উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, পরবর্তীতে বিষয়টি র্যাব- রংপুর, সিপিএসসি ক্যাম্পের নজরে আসে, আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান দিনাজপুর জেলার খানসামা থানা এলাকায় নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ ২০২৫ খ্রিঃ আনুমানিক ১৪:১০ ঘটিকার সময় র্যাব- সিপিএসসি, রংপুর এর আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আসামী জয় চন্দ্র বর্মন (২৬)’কে দিনাজপুর জেলার খানসামা ধানাধীন টিটিসি নামক এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।