বিশেষ প্রতিনিধি: জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি এদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলনে লড়াইয়ে অংশগ্রহন করার জন্য বলেছিলেন। সেই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক না দিতেন তাহলে আমরা এদেশ স্বাধীন করতে পারতাম কি না সেটা সন্দেহের ব্যাপার আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে স্বশরীরে যুদ্ধে অংশ গ্রহণ করে এ দেশ কে মুক্ত করেছিলেন। এজন্যই আমরা আজ মুক্ত ভাবে কথা বলতে পারি। তিনি ঘোষণা না দিলে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে আমরা মুক্ত করতে পারতাম না আজকে বলতে পারতাম না আমরা বাংলাদেশী।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষ আমরা শান্তিতে বাস করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্য দোয়া করবেন। দেশমাতা বেগম খঅলেদা জিয়ার জন্য দোয়া করবেন। জুলাই আগষ্ট বিপ্লবে শহীদের জন্য দোয়া করবেন। যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য দোয়া করবেন। তারেক রহমানের ৩১ দফা ববাস্তবায়নের লক্ষে আমরা সারাদেশে কাজ করে যাচ্ছি। তারেক রহমানে জন্য দোয়া করবেন। ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে। এদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে। এ দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে।
তিনি সোমবার বিকেলে ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বস্থ্য কামনা ও তারেক রহমানের দির্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য আবুল কালাম আকন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. সাব্বির আহম্মেদ, আব্দুস সালাম। দোয়া ওইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির মো: রফিকুল ইসলাম।