স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টার প্রতিবাদে রাবি মেইন গেইটে মানববন্ধন
স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টার প্রতিবাদে রাবি মেইন গেইটে মানববন্ধন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টার প্রতিবাদে এবং দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে রাবি মেইন গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টার প্রতিবাদে এবং দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে মানবন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন: রোকসানা পারভীন টুকটুকি, ভারপ্রাপ্ত পরিচালক, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগ, রাবি, জাপান রহমান, প্রাক্তন শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,রাবি, দিনার খাতুন, সভাপতি, ৩০ নং ওয়ার্ড মহিলাদল। মানববন্ধন থেকে নেতৃবৃন্দ- বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুনের সাথে জড়িত মেজর জিয়াউর আহসানের শাস্তি-সহ আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে জড়িতদের বিচার ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স