ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


আপডেট সময় : ২০২৫-০৩-২৪ ১৯:০৪:৪০
খানসামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ খানসামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


 
 
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
 
সোমবার (২৪মার্চ) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার।
 
এসময় উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার ও উপকারভোগীগণ প্রমুখ।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলায় মোট ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মোট ৫০০ জন কৃষকের মধ্যে আউশ ধান ৪৮০ জন এবং ২০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মুগডাল বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় আউশ ফসলে একজন কৃষক প্রতি বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ পাচ্ছে ৫ কেজি ও সার পাচ্ছে ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি। গ্রীষ্মকালীন মুগডাল আাবাদে বিঘা প্রতি ৫ কেজি বীজ ও সার ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ