সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অনিয়মভাবে দীর্ঘদিন যাবৎ ট্রেনের টিকেট বিক্রী করায় ২ জনকে জরিমানা করেছে, ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট শাফিউল মাজলুবিন।
২৪ মার্চ (সোমবার) সকালে গোপন সুত্রের মাধ্যমে RAB এই চক্রটির সন্ধান পেলে তাদের কৌশলে রানীশংকৈল ডিগ্রী কলেজের সামনে নিয়ে আসেন।
পরে রানীশংকৈল ডিগ্রী কলেজ অফিসরুমে অপরাধ জগতের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। অপরাধ জগতের সাথে জড়িত জাফরুলের বাসা রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের সফিকুল ইসলামের ছেলে অপরজন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের জয়নুল হকের ছেলে। অপরাধের সত্যতা স্বীকার করায় জাফরুলকে ১০ হাজার এবং ইব্রাহিমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান--অপরাধচক্রের সাথে জড়িত ব্যক্তি ক্রেতার কাছে একটি ভোটার আইডি কার্ড দিয়ে ৪ টি টিকেট বিক্রী করেন এবং টিকেট মুল্যের চেয়ে অধিক মূল্য নিয়েছেন। যেটা অপরাধের সামিল হওয়ায় ২ জনকে জরিমানা করা হয়েছে।