নিজস্ব প্রতিবেদক
’বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার অনুযায়ী গত ০২ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক দুপুর ০২.৩০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ফকিরপাড়া গ্রামস্থ আখ ক্ষেতে আসামী মোঃ নজরুল ইসলাম (৫০), ভিকটিম শারীরিক প্রতিবন্ধী’কে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সংক্রান্তে ভিকটিমের ভাই মোঃ বিদ্যুৎ মিয়া বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ ও ভয়ভীতির মামলা দায়ের করেন।
উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়। পরবর্তীতে বিষয়টি র্যাব- সিপিএসসি, রংপুর এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর নজরে আসে। আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান গাজীপুর মেট্রোপলিটন গাজীপুর বাসন থানা নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ ২০২৫ খ্রিঃ আনুমানিক দুপুর ১৪:১৫ ঘটিকার সময় র্যাব- সিপিএসসি, রংপুর এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক যৌথদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ নজরুল ইসলাম(৫০)’কে গাজীপুর মেট্রোপলিটন গাজীপুর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।