নিজস্ব প্রতিবেদক, 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব- রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় সকাল ৮:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ২৪৭ বোতল ফেন্সিডিলসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করে। উক্ত মাদক ব্যবসায়ী বহুদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গোপন সূত্রের ভিত্তিতে তার উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র্যাব- রংপুর এর একটি চৌকস আভিযানিক দল উক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ দবিয়ার রহমান (৪৫), পিতা-মৃত ওমর আলী, সাং-খামারভাতি, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।