মাদক নিয়ন্ত্রণে সীমান্তে টাস্কফোর্স এর মাধ্যমে অভিযান করা হবে
আপডেট সময় :
২০২৫-০৩-২৪ ১৫:০৬:৪৭
মাদক নিয়ন্ত্রণে সীমান্তে টাস্কফোর্স এর মাধ্যমে অভিযান করা হবে
বুড়িচং প্রতিনিধি। ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বাড়িতে মাদক বিক্রি হয়। এসব বিক্রেতাদের কাছ থেকে মাদক সেবীরা মাদক ক্রয় করে ও গ্রহণ করে। এছাড়া ওইসব এলাকার লোকজন অধিকাংশই মাদক ব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং টাস্কফোর্স এর মাধ্যমে অভিযান চালিয়ে তাদের ধরতে হবে।
সোমবার (২৪ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরে বিজিবি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
আইনশৃঙ্খলা কমিটির সভায় বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু বলেন, ঈদ আসলেই সীমান্তে মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। বিভিন্ন অঞ্চল থেকে মোটরসাইকেল বহর নিয়ে মাদক সেবীরা সীমান্ত এলাকায় যায় এবং মাদক গ্রহণ করে। ফলে আইনশৃঙ্খলার অবনতি হয়, এ বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এ বিষয়ে কঠোর ভূমিকা পালন করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন, বুড়িচং থানার ওসি তদন্ত শহীদুল্লাহ, কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, পল্লী বিদ্যূৎতের ডিজিএম দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, বিজিবি প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশলী, ফায়ার সার্ভিসের ইনচার্জসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবন্দ।
আলোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাপ্তরিক কর্মকর্তাদের আরব ভূমিকা রাখার জন্য আহবান জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তা সাহিদা
আক্তার।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স