ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁ থেকে চুরি হওয়া গরু বগুড়ার বিএনপির নেতার গোয়ার ঘর থেকে উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৩-২৪ ১৪:২৫:১০
নওগাঁ থেকে চুরি হওয়া গরু বগুড়ার বিএনপির নেতার গোয়ার ঘর থেকে উদ্ধার নওগাঁ থেকে চুরি হওয়া গরু বগুড়ার বিএনপির নেতার গোয়ার ঘর থেকে উদ্ধার




রায়হান সাপাহার নওগাঁ প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১৩টি গরু। রবিবার ২৩ মার্চ পূর্বরাত আড়াইটার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করেন।

এঘটনায় আব্দুল গফুর শাহ পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গফুর শাহ কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে আবুল হোসেন সাহের ছেলে।

এঘটনায় ছোটন প্রামাণিক (২৭) নামের এক চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, আত্রাই ও রাণীনগর উপজেলায় বেশ কয়েকটি এলাকায় গরু চুরি হয়েছে। গরু চোর আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। গত ১৪ মার্চ রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করেন। এই চুরির ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার (২২ মার্চ) দিনগত রাতে উপজেলার মনিয়ারি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে গরু চোর হিসেবে পরিচিত ছোটন প্রামানিক (২৭) কে আত্রাই থানা পুলিশ আটক করে। ছোটনের দেওয়া স্বীকারোক্তি মতে বগুড়া জেলার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে আব্দুল গফুর শাহ এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে গফুর শাহ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের দ্রুত গ্রেফতার করা হবে। 

কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, বিএনপি নেতা গফুরের বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়। আব্দুল গফুর এখনো পলাতক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন জানান, গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা থেকে হারানো গরুর মালিকরা থানায় এসে ভীর করছেন। সেই সাথে উপজেলার গরু ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করতে দেখা যায়।  গ্রেফতারকৃত ছোটন প্রামাণিককে রবিরার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ