মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানগড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগ সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়ন দক্ষিণ জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ ২০২৫ রবিবার বিকালে উপজেলার চুয়াখালি চাতালে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা আমীর মোঃ আলী মর্তুজা।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী।
ওয়ার্ড সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা অফিস সম্পাদক জনাব জাকারিয়া হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক সুমন আহমেদ, মাওলানা আবুল কালাম আজাদ, ধানগড়া ইউনিয়ন দক্ষিণ শাখা সভাপতি মোহাম্মদ আলী ও দক্ষিণ সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিন সহ স্হানীয় ব্যক্তিবর্গ।