মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে রাজাপুর উপজেলা মডেল মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলার আমীর এ্যাড. হাফিজুর রহমান। দারসূল কোরআন পেশ করেন বিশিষ্ট আলেম ডাঃ হেমায়েত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলার সাবেক সেক্রেটারি মাস্টার ফারুক আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু ছালেহ মো. নেছার উদ্দিন, এবং রাজাপুর উপজেলা আমীর মাওলানা মাস্টার কবির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়নের আমীর মো. আইয়ুব আলী।
প্রধান অতিথি এডভোকেট হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, “রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এই মাসে আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে চলার অঙ্গীকার করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও বলেন, “রমজান মাস কেবল উপবাসের সময় নয়, বরং এটি আমাদের জন্য ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ইসলামী মূল্যবোধ মেনে চললে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
অন্যান্য বক্তারাও পবিত্র রমজানের ফজিলত, আত্মশুদ্ধি ও ইসলামের সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মো. মুশফিকুর রহমান। অনুষ্ঠানে
ইফতার মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমবেত মুসল্লিরা মাহফিলের গুরুত্ব ও আয়োজনের প্রশংসা করেন এবং রমজানের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।