ঢাকা , মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ দেশি সিগারেট জব্দ


আপডেট সময় : ২০২৫-০৩-২৪ ০০:১৮:২৫
ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ দেশি সিগারেট জব্দ ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ দেশি সিগারেট জব্দ
 
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ঝালকাঠির বিভিন্ন উপজেলায় চালান কপি ছাড়াই জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামি সিগারেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের একটি চৌকস টিম এ অভিযান চালায়। অভিযানে কিংস ব্র্যান্ডের ৩৫ কার্টন সিগারেট, যা প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার শলাকা, জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ পালিয়ে যান।
 
ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কমদামি সিগারেট বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। সরকার নকল ও অবৈধ সিগারেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কাস্টমস বিধি মোতাবেক জব্দকৃত সিগারেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে কাস্টমস বিভাগের অভিযান অব্যাহত থাকবে।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ