ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা অধিকার অভিযানে মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা, ব্যবসায়ীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৩-২৩ ২৩:৩৯:৫৯
ভোক্তা অধিকার অভিযানে মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা, ব্যবসায়ীদের মানববন্ধন ভোক্তা অধিকার অভিযানে মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা, ব্যবসায়ীদের মানববন্ধন


 
 
বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের কাউখালি উপজেলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভেঙে অভিযান পরিচালনার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে পিরোজপুরের কাউখালি উপজেলার উত্তর বাজারে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে ব্যবসায়ীরা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মার্চ) দুপুরে কাউখালি উপজেলার উত্তর বাজারে ভোক্তা অধিকার অভিযান চলছিল। এ সময় খবর পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী এর মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে অভিযান পরিচালনাকারীরা দোকানটি খোলার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ী বদরুদ্দোজা মিয়া বাধা দেয়। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তার সাথে যোগদেয়। পরবর্তীতে কোনো ধরনের কার্যক্রম না করেই ঘটনাস্থল ত্যাগ করে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে এ ঘটনার প্রতিবাদে কাউখালি উপজেলার উত্তর ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা মানববন্ধন করে।
 
মানববন্ধনে বক্তারা বলেন, মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা চালানো হচ্ছে এটা কোন ধরনের অভিযান। তালা ভাঙার অধিকার কোন আইনে আছে। নিয়ম মেনে অভিযান করা হোক। তালা ভাঙার অভিযান আমরা চাই না।
 
এ বিষয়ে বদরুদ্দোজা মিয়া বলেন, অন্যায়ভাবে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর বাসুদেবের দোকান ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিষয়টি প্রতিহত করার চেষ্টা করেছি। আমরা এমন অভিযান চাই না।
 
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, আমরা আইন অনুযায়ী কাজ করেছি। আমাদের অধিকার আছে আইন অনুযায়ী কাজ করার। কেউ যদি অভিযোগ আনে তাহলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপে যাব।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ