ঢাকা , মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলার হত্যা মামলার প্রধান দুই আসামীকে মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২৩ ১৮:২৩:৩২
কুড়িগ্রাম জেলার হত্যা মামলার প্রধান দুই আসামীকে মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব- কুড়িগ্রাম জেলার হত্যা মামলার প্রধান দুই আসামীকে মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-



নিজস্ব প্রতিবেদক​
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এলাকা হতে ঢাকা জেলার সাভার মডেল থানার চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার প্রধান দুই আসামীকে মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-
 
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী ভিকটিম ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ডগরমোড় সাকিনস্থ জনৈক পিন্টু সাহেবের বাড়ীতে ভাড়া এবং জীবিকা নির্বাহের জন্য রংমিস্ত্রীর কাজ করে। আসামীগণ খুব খারাপ প্রকৃতির, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সহিত জড়িত থাকার ব্যাপারে ভিকটিম প্রতিবাদ করে। পরবর্তীতে ভিকটিমকে ভয়ভীতি ও  হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতেগত ১৮ মার্চ ২০২৫ তারিখ রাত্রী অনুমান ১১:১০ ঘটিকা সময় ভিকটিম সাভার  মডেল থানাধীন ডগরমোড়া সাকিস্থ পাঠানপাড়া তিন রাস্তার মোড় জনৈক শিশিরের অফিসের সামনে ইটের রাস্তার উপর আসলে আসামীরা ভিকটিমের পথ অবরোধ করে। ভিকটিমকে কিছু বুঝে ওঠার আগেই আসামীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের পিঠের বাম পাশে চাকু দ্বারা গুরুতর কাটা রক্তাক্ত জখম এবং বাম পায়ের উরুর পিছনে গুরুতর  আঘাত করে। একপর্যায়ে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে এবং নিকটস্থ লোকজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত যোষণা করে।যার প্রেক্ষিতে গত ২১ মার্চ  ২০২৫ তারিখ সময় ০০.০৫ ঘটিকায় ভিকটিমের মাতা লতা বেগম বাদী হয়ে ঢাকা জেলায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সংক্রান্তে এলাকায় এবং স্থায়ীগণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৩, সিপিএসসি রংপুর এর নজরে আসে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে আসামীদের অবস্থান কুড়িগ্রাম নাগেশ্বরী নিশ্চিত হয়। আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। র‌্যাব- সিপিএসসি রংপুর এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক ২২ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ১৯০৫ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ৭ নং নেওয়াশী ইউনিয়নের এগারোমাথা বাজারের উম্মুল কুরআন ইন্টারন্যাশনাল নূরানী ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী সফিক @ পাশা (২৩), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-দোয়ারিকা, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি- সাং-ডগরমোড়া, সাভার নিউমার্কেটের পিছনে, থানা-সাভার, জেলা-ঢাকা ও ৩ নং আসামী মোঃ ফজলু করিম @ লেবু (২০), পিতা- মোঃ আশরাফ আলী, সাং- তুলারফিডা, থানা- নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, এ/পি- সাং- তালতলা চাপাইল (জব্বার মেম্বার গলি) থানা- সাভার, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ