নিজস্ব প্রতিবেদক
গত ১৪/০৩/২০২৫ তারিখে বিকাল আনুমানিক ১৬:০০ ঘটিকায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ি এর এসআই (নি:) মোহাম্মদ ইউনুস মুন্সী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ খেজুরবাগ এলাকায় বিজ্ঞ আদালত হতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের জন্য গেলে আসামী সালাউদ্দিন খানসহ অপরাপর আসামীগণ পুলিশের উপর আক্রমণ করে জখম করে এবং সরকারী কজে বাধা প্রদান করে।
উক্ত ঘটনায় এসআই (নি:) মোহাম্মদ ইউনুস মুন্সী বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ২৯, তারিখ- ১৫/০৩/২০২৫,ধারা- ১৪৩/৩৪১/১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৩৩/৩০৭/ ৩৫৩/৩৭৯/৫০৬(২) পেনাল কোড, ১৮৬০। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১০ এর আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২২/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩:৪০ ঘটিকায় র্যাব- ও র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত মামলার এজাহারনামীয় আসামী সালাউদ্দিন খান (৪৫), পিতা- মৃত আনোয়ার খান, সাং- খেজুরবাগ সাতপাখি, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।