ঢাকা নগর ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিলের অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৩-২৩ ০২:৪২:১৯
ঢাকা নগর ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিলের অনুষ্ঠিত
গাজী জাহাঙ্গীর আলম জাবির, ঢাকা থেকে।
২২ মার্চ (শনিবার) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা নগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা অধ্যক্ষ স উ ম আব্দুস ছামাদ বলেন, দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিকালে জনগণের স্বার্থ রক্ষার্থে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে নেতা- কর্মীদের আহবান জানান এবং আগামীর
বাংলাদেশ গড়তে সব দল ও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্প্রতি যুব সমাজের অবক্ষয়ের যে জোয়ার চলছে তা থেকে রক্ষা করতে হলে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। নৈতিকতার অনুপস্থিতির জন্য দেশ ও সমাজ আজ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণের একমাত্র পথ কোরআন- সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ গঠন করা। তিনি ,রাসুলাদর্শের পথ অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন এডভোকেট ইকবাল হাসান, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, এস আই ইসমাইল হোসেন জনি, মোহাম্মদ মাসুদ হোসাইন, অপু রহমান, মোহাম্মদ শাহেদুল আলম, কাজী মুহাম্মদ তৈয়ব আলী, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, আনোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স