ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা মামলার আসামী শ্রী মতিন মুন্সীগঞ্জের গ্রেফতার করেছেন র‌্যাব ।


আপডেট সময় : ২০২৫-০৩-২৩ ০২:৩৩:২৩
প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা মামলার আসামী শ্রী মতিন মুন্সীগঞ্জের গ্রেফতার করেছেন র‌্যাব । প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা মামলার আসামী শ্রী মতিন মুন্সীগঞ্জের গ্রেফতার করেছেন র‌্যাব ।



নিজস্ব প্রতিবেদক
প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা মামলার আসামী শ্রী মতিন (৪০) মুন্সীগঞ্জের সিরাজদিখানে র‌্যাব কর্তৃক গ্রেফতার।


রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টি ও বুদ্ধিপ্রতিবন্ধি ভিকটিম (৩২) এর মেয়ে ভর্তি থাকার সুবাদে গত ১৩/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ভিকটিমের স্বামী বর্ণিত স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার নিয়ে গেলে আসামী শ্রী মতিন চন্দ্র বর্মণ (৪০) ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

উক্ত ঘটনায় ভিকটিম (৩২) এর স্বামী বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-১৩ এর আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৩/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.১৫ ঘটিকায় র‌্যাব- ও র‌্যাব-১৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং- ২৩, তারিখ- ২১/১০/২০২৪, ধারা- ৯ (৪) (খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর এজাহারনামীয় পলাতক আসামী শ্রী মতিন চন্দ্র বর্মণ (৪০), পিতা- শ্রী জতিন চন্দ্র বর্মণ, সাং- বড় ভগবানপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর’কে গ্রেফতার করে।  

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ