ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।


আপডেট সময় : ২০২৫-০৩-২৩ ০২:২৫:৪৯
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।



জাহিদ হাসান চৌধুরী  ফেনী প্রতিনিধি, ২২ মার্চ (শনিবার) জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী সদর পশ্চিম শাখা'র পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শাখা সভাপতি হাফেজ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক তাওহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।

তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস। এটি কেবল উপবাসের জন্য নয়, বরং আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাস। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশকে সঠিক নেতৃত্বের দিকে নিতে হলে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।  দেশের পরিবর্তন আনতে হলে যুবসমাজকে কুরআন-হাদিসের আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। সুদ-ঘুষমুক্ত ব্যবসা ও ন্যায়পরায়ণ নেতৃত্ব গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে দুর্নীতি, সিন্ডিকেট ও বৈষম্য সমাজকে গ্রাস করছে।

সাধারণ মানুষ ন্যায়ের বিচার পাচ্ছে না, রাজনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে দেখেছি, জনগণ কীভাবে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারে। ইসলাম আমাদের শিক্ষা দেয় ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে। নেতৃত্বের পরিবর্তন আনতে হলে আমাদের যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। ইসলামই পারে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকর সমাজ গঠন করতে। সুতরাং সম্ভাবনার বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকেই সবচেয়ে বেশি ত্যাগ করতে হবে। রমাদান মুসলিম সভ্যতার বিজয়ের মাস। এই মাসেই আমরা বাতিলকে পরাজিত করার চেতনা লাভ করি।
বদরের প্রান্তরে মিথ্যার কবর রচনা করার মধ্যদিয়ে যুগে যুগে সত্যের বিজয়ের যে অনুপ্রেরণা যুগিয়েছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তা আমাদেরকে কাজে লাগাতে হবে। যুবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো লুটেরা, চাঁদাবাজ ও আদর্শ বিকিয়ে দেয়া শাসক আসতে পারবে না। নতুন ক্ষমতার বন্দোবাস্ত করতে হলে ইসলাম, দেশ ও মানবতাকে অগ্রাধিকার দিতে হবে। 

শেষে আগামী ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেন, সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি ইমাম উদ্দীন, সাধারণ সম্পাদক ওমর ফারুক তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক  তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুল্লাহ, অর্থ সম্পাদক  ইমরান রশীদ ভূইয়া, প্রচার সম্পাদক আব্দুল আলিম তুহিন, প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম শাহাদাত, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক জহির উদ্দিন ইমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক,   মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক শাহ ইমরান ফয়সাল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এমদাদ হোসেন অপু,আইন ও মানবাধিকার সম্পাদক পারভেজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক  জাহিদুল ইসলাম জনি, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন পিন্টু, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক  ডাক্তার মেসবাহ উদ্দিন, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠীর সম্পাদক আব্দুল আহাদ, উপসম্পাদক মোহাম্মদ হাসান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ