যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি:
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমাবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারি মহিলা কলেজের সামনে গিয়ে ইসরাইলের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানালো তারা।
এর আগে জেলা কেন্দ্রীয় মসজিদ সামনের সড়কে বিভোক্ষ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারী জনিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল রাজ্জাক শেখ প্রমুখ। তারা দখলদার ইসরায়েল কর্তৃক গাজায় সাধারণ মানুষের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছেন। তাদের রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স