কটিয়াদীতে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষ, নিহত-১,আহত-১০ এম এ কুদ্দুছ,
আপডেট সময় :
২০২৫-০৩-২২ ২২:৪৮:৪০
কটিয়াদীতে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষ, নিহত-১,আহত-১০ এম এ কুদ্দুছ,
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ, আজ শনিবার (২২মার্চ) দুপুরে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। নিহত আশিক খাঁ (২০) মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহŸায়ক ছিলেন।
স্থানীয়রা জানায়, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের বাঁধা দিতে গেলে তাকেও গুরুতর জখম করা হয়। বর্তমানে প্রধান শিক্ষক জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এছাড়াও সংঘর্ষের ঘটনায় দুই গ্রæপের আরো অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত দুজনকে জহুরুল ইসলাম ভাগলপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন হেমায়েত হোসেন (৪৫) উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রঞ্জন (৩৫)। সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে আশিক খাঁ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা নিহত আশিকের লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে কটিয়াদী বাসস্ট্যান্ডে সমাবেশ হয়ে আশিক হত্যার দ্রæত বিচার দাবি করে।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স