টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে ২১শে রমজান, শুক্রবার, টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালবেলার মেহেদী হাসান। টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ,টুংগীপাড়া উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির এস জি এম মোহাম্মদ সাইদুর রহমান, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি নাজিরুল শেখ, দৈনিক ‘জবাবদিহি’ পত্রিকার হাবিবুল্লাহ খান, নবধারার রাকিব চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি শুরু হয় দোয়ার মাধ্যমে, যেখানে উপস্থিত সবাই মিলে দোয়া করেন। এরপর সবাই একত্রে ইফতার গ্রহণ করেন।
উপস্থিত অতিথি, সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিবর্গ একে অপরের সাথে ইফতার করেন এবং রমজানের মহিমা উপলক্ষে একত্রিত হওয়ার সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।