ঢাকা , রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুরে জমে উঠেছে ঈদ বাজার


আপডেট সময় : ২০২৫-০৩-২২ ২১:২৩:০৬
ভূঞাপুরে জমে উঠেছে ঈদ বাজার ভূঞাপুরে জমে উঠেছে ঈদ বাজার




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদের বাজার জমে উঠেছে। মনে হচ্ছে ঈদের আমেজ লেগে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের মসজিদ মার্কেট, ডাঃ গোলাপ হোসেন প্লাজা, মৌরিন সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটেই ক্রেতাদের ভিড়। সেই তুলনায় পিছিয়ে নেই ফুটপাতের ব্যাবসায়ীরাও। নিম্ন আয়ের মানুষগুলো তাদের সাধ্যের মধ্যেই প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ঈদের কেনাকাটা করছে।

ভূঞাপুর শহরের প্রিয়জন বস্ত্রবিপনী, সানী বস্ত্রালয়, আদিবা ফ্যাশন, সৈকত গার্মেন্ট এসব স্বনামধন্য দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে।

ক্রেতারা বলেন, গত বারের তুলনায় তেমন আধুনিক কোন কিছু পাচ্ছিনা এবং দামের দিক থেকে অনেক বেশি। পরিবার এবং সন্তানদের মুখে হাশি ফুটিয়ে তুলতে বাধ্য হয়েই কিনতে হচ্ছে।

বিক্রেতারা বলেন, রমজানের শেষ সময়ে এসে ঈদের বাজার জমে উঠেছে। বেচাকেনাও দারুণ হচ্ছে।

সানী বস্ত্রালয়ের মালিক ইবরাহীম খলিল জানান, কেনাকাটা আগের তুলনায় অনেক ভালো। ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে ভিড় করেছেন নানা বয়সী ক্রেতারা। অনেকেই কেনাকাটা করছেন, আবার অনেকে ঘুরে ফিরে দেখছেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ