ঢাকা , রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে হিন্দু যুবক কর্তৃক মুসলিম প্রতিবদ্ধি শিশু ধর্ষনের অভিযোগ ।


আপডেট সময় : ২০২৫-০৩-২২ ২০:৪৯:০০
ফুলবাড়ীতে হিন্দু যুবক কর্তৃক মুসলিম প্রতিবদ্ধি শিশু ধর্ষনের অভিযোগ । ফুলবাড়ীতে হিন্দু যুবক কর্তৃক মুসলিম প্রতিবদ্ধি শিশু ধর্ষনের অভিযোগ ।




ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের মালিপাড়া গ্রামের মৃত ওপেন চন্দ্র এর পুত্র শ্রী পরিতোষ চন্দ্র (৪২) এর বিরুদ্ধে একই গ্রামের আবুল কাশেম এর পুত্র মোঃ ইদ্রিস আলী (৪৫) এই মামলা দায়ের করেন।


অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী তার পেশায় একজন রাইচ মিলের কর্মচারী। সে প্রতিদিন তার কাজে সকাল ৮টা বাড়ী থেকে বের হয়ে ফিরে আসে রাত ১০টায়। তার স্ত্রী তার সাথে বসবাস করেন। সে ও তার একমাত্র কন্যা  প্রতিবন্ধি রিক্তা মনি (১২)কে নিয়ে বসবাস করে আসছে। গত ২১ মার্চ শুক্রবার সকাল আনুমানিক ৯ টায় ইদ্রিস আলী রাইস মিলে না যেয়ে, বাড়ীর প্রয়োজনীয় কেনা কাটার জন্য জলপাই বাজারে যান। সেখান থেকে খরচ নিয়ে আনুমানিক সাড়ে ১০টায় বাড়ীতে ফিরে দেখে তার বাড়ী থেকে পরিতোষ চন্দ্র বের হয়ে যাচ্ছিলো। ঠিক সেই সময় ইদ্রিস আলী পরিতোষের সাথে কথা না বলে তার মেয়ের শয়ন কক্ষে গিয়ে দেখে তার মেয়ের পরনের কাপড় খোলা, মেয়ে কান্না কাটি করছে।

সে তৎক্ষনাৎ বিবাদিকে আটকানো চেষ্টা করলে সে ইদ্রিস আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পাশের বাড়ীর মারুফা খাতুন প্রতিবন্ধি রিক্তা মনির সাথে কথা বললে রিক্তা মনি ধর্ষন হওয়ার কথা স্বিকার করে। এছাড়াও  ইদ্রিস আলী বাড়ীতে না থাকার সুযোগে পরিতোষ চন্দ্র বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একাধিকবার রিক্তা মনিকে ধর্ষন করেছে বলে অভিযোগ করে এজাহারে এমন অভিযোগ আনা হয়েছে।  


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, প্রতিবন্ধি শিশু ধর্ষনের স্বিকার হয়েছে। এমন অভিযোগ আসলে আমরা তৎক্ষনাৎ মামলা গ্রহন করি এবং আসামীকে আটকের চেষ্টা করছি। ভিকটিমের ধর্ষনের আলামত সংগ্রহ করার চেষ্টা চলছে।  




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ