মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বেচ্ছাসেবা রক্তদান সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১মার্চ) সংগঠনটির উপজেলার চান্দাইকোনা বড় সমিতি মার্কেটের কার্যালয়ে সভাপতি মো. ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামীর সঞ্চালনায় এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মো. খোরশেদ আলম, সংগঠনটির প্রধান সমন্বয় মো. শহিদুল ইসলাম খন্দকার, পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ। এসময় সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব এবং সমাজের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের অবদানের ওপর আলোকপাত করেন।
তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে অনেক জীবন বাঁচানো সম্ভব। বক্তারা স্বেচ্ছাসেবা রক্তদান সংগঠনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ ফিলিস্তিনের সকল মুসলমানদের জানমাল রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।