ঢাকা , রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ আহত ২


আপডেট সময় : ২০২৫-০৩-২২ ১৮:০০:০০
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ আহত ২ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ আহত ২



 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ পার্বত‍্য
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ আহত হয়েছেন দুইজন। শুক্রবার (২১মার্চ) দিবাগত রাত ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে।

 
আহত বাংলাদেশি জাহাঙ্গীর আলমকে (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। তিনি তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। তিনি রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে। ধারণা করা হচ্ছে, কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নুর হোসেনও। আরাকান আর্মির সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করেছে বলে ধারণা স্থানীয়দের। 
 
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ( ওসি) মো: মাসরুরুল হক বলেন, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। বাংলাদেশি আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন। 
 
তবে কি কারণে তাদেরকে গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ