রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে নিচে পরে মার্জিয়া ইসলাম
মৌ (১৪) নামের এক কিশোরী মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে ওই ভবনের ৫ম তলার নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। মৌয়ের এ মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে কোরআনের হাফেজ হওয়ার তার ও তাকে ঘিরে বাবা-মায়ের স্বপ্নেরও মুত্যু ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) বেলা ১ টার দিকে রোজাদার মৌ ওই ভবনের ছাদ থেকে প্রথমে একতলা টিনের চালা ঘরের ওপর ও সেখান থেকে নিচে পরে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকাল ৪টার দিকে সে মারা যায়, মৌ ওই সময় ভবনের রেলিংঘেরা ছাদে কেন গিয়ে ছিল এবং সেখান থেকে কিভাবে নিচে পরে গেলো তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে কেউ কেউ ধারণা করছেন কাপড় শুকাতে দিতে সে ছাদে গিয়েছিল। তবে রেলিংঘেরা ছাদ থেকে তার নিচে পরে যাওয়া নিয়ে “রহস্যের” সৃষ্টি হয়েছে। মৌ বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মহুরীর মেয়ের ঘরের নাতনি ও উজিরপুর পৌর শহরের বাসিন্দা মো. শাহিনের মেয়ে। মৌ’র এ মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।
এ বিষয়ে দুর্ঘটনার পর থেকে সঙ্গে থাকা বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মেহেদী হাসান সুমন খান জানান
বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মাদ্রাসা শিক্ষার্থী মার্জিয়া ইসলাম মৌ বিকাল ৪ টার দিকে মারা যান। পরিবারের কোন অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য রাতে উজিরপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা বলেন, ৬ তলা ভবনের ছাদ থেকে পরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। তবে কেউ এ বিষয়ে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।