ঢাকা , রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২২ ১৫:২০:৩৩
​ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: ফয়সল চৌধুরী ​ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: ফয়সল চৌধুরী



নিজস্ব প্রতিবেদক
গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন,
ফ্যাসিস্ট হাসিনার আমলে ১৭ বছর সারাদেশের ন্যায় গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষও উন্নয়ন বঞ্চিত ছিলেন। গালভরা বুলি ছাড়া আর কিছুই জুটেনি। ইনশল্লাহ, আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে এ আসনে ব্যাপক উন্নয়ন হবে। বিএনপি যতোবার ক্ষমতায় ছিল,

ততোবার দেশে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের আদর্শ নাগরিক হিসাবে উদাহরণ সৃষ্টির সময় এখন। দেশের মানুষকে বুঝাতে হবে যে আমরা আওয়ামী সন্ত্রাসীদের মতো নয়। ঘরে ঘরে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এরই আলোকে আমরা আগামীর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। ফয়সল চৌধুরী শুক্রবার গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্টিত ইফতার এবং দোয়া মাহফিলে, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। বাগলা শাহী ঈদগাহ বাজারে অনুষ্টিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মহি উদ্দিন রিবুল। সাধারণ সম্পাদক শাহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মহি।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুব দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন সুমন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাহেদ, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রাসেল আহমদ নজির, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আজাদ আহমদ লেইছ প্রমুখ।

এছাড়া বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ